প্রকাশিত: Sat, Apr 20, 2024 1:39 PM
আপডেট: Sun, May 19, 2024 6:09 AM

বাংলাদেশের সড়কে যেভাবে মানুষ মারা যায় তা গণহত্যার শামিল

সৈয়দ ইশতিয়াক রেজা : ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ট্রাকটি যেভাবে অন্য যানবাহনের ওপর উঠে গেলো সেটাকে গণমাধ্যম বলছে, ‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ কাজ করেছে’। ফুটেজ দেখে আমার মনে হয় চালক ইচ্ছাকৃতভাবেই কাজটি করেছে।

সে গ্রেফতার হয়েছে ঠিকই, তবে তার কিছুই হবে না। সে জামিন পাবে, আবার গাড়ি চালাবে, আবার খুন করবে। বাংলাদেশের সড়কে যেভাবে মানুষ মারা যায় তা গণহত্যার শামিল। এই চিত্র পাল্টাবে না, কারণ অতি সাধারণ মানুষ মারা যায় দুর্ঘটনায়। আর সড়ক খাতের মাফিয়াদের প্রতি ক্ষমতা কেন্দ্র থেকে প্রশ্রয় এ খাতের মালিক শ্রমিকদের নৈরাজ্যকে উসকে দিচ্ছে বারবার। লেখক: সিনিয়র সাংবাদিক। ১৭-৪-২৪। ফেসবুক থেকে